বিএটি বাংলাদেশ কোম্পানির করপোরেট লোগো উন্মোচন
|
ব্যবসা পরিচালনার পারিপাশির্^ক অবস্থার ক্রমাগত পরিবর্তনের সঙ্গে মিল রেখে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) কোম্পানি লিমিটেড তার করপোরেট লোগো পরিবর্তন করেছে। রোববার থেকে নতুন করপোরেট লোগোটি উন্মোচিত করেছে বিএটি বাংলাদেশ। পূর্ববর্তী লোগোটি বিগত কয়েক যুগ ধরে বিশে^র শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। নতুন এই লোগোটি কোম্পানির প্রগতিশীলতার পাশাপাশি একটি মাল্টি-ক্যাটাগরি পোর্টফোলিও কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য সম্পর্কে ধারণা দেয়। বিএটি গ্রুপ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং বিশে^র ১৮০টিরও বেশি দেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। পরিবর্তনশীল ব্যবসায়িক প্রেক্ষাপটের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি ব্যবসায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বিএটি বাংলাদেশ নতুন এক লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করেছে। সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিএটি বাংলাদেশ তার পরিবেশ, সামাজিক ও প্রশাসনের (ইএসজি) উদ্যোগগুলোকে কেন্দ্র করে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘একটি সম্ভাবনাময় আগামীর’ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি। |