চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান আসাদুলের সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে সুজনকে (৩৫) ভাঙ্গুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং রোকন ও মজনুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে নির্বাচনি প্রচারণা শেষে কাউন্সিলর প্রার্থী আসাদুলের সমর্থক সুজন, রোকন ও মজনু বাড়ি ফিরছিলেন। পথে বড়ালব্রিজ রেললাইন পাড়ায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক বিশু ও তার ভাই নুরুজ্জামান তাদের ওপর হামলা করে কিল-ঘুষি মেরে আহত করে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। কাউন্সিলর পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদুল অভিযোগ করেন, বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক বিশু প্রভাব খাটিয়ে আমার নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করায় আমি নির্বাচন অফিসে অভিযোগ করি। এ কারণে সে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর মোজাম্মেল হক বিশুর বক্তব্য নিতে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ভাঙ্গুড়া থানার এসআই কামরুজ্জামান হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান আসাদুলের ভাই আশরাফুল আলম স্বপন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।