নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২১ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির পাশের একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ বলছে, ওই যুবক ফুটপাথে ঘুমিয়ে থাকত। তার জামা-কাপড়ের ময়লা দেখে ভবঘুরে বলে মনে হচ্ছে। তবে একজন ফুটপাথে থাকা যুবক কী কারণে গাছের সঙ্গে ফাঁস দেবে তা নিয়ে প্রশ্ন ও রহস্য দেখা দিয়েছে।
মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম জানান, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির দেওয়ালের বাইরের একটি শিশুগাছের সঙ্গে ওই যুবক জিন্সের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল। পরে ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে সে ফাঁস দিয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ফুলহাতা টি-শার্ট। তিনি আরও জানান, নিহত যুবকের শরীরের জামা-কাপড়ে লেগে থাকা ময়লা দেখে মনে হচ্ছে ভবঘুরে ছেলে। এলাকার কয়েকজন জানিয়েছেন, ছেলেটিকে ফুটপাথে শুয়ে থাকতে দেখেছিল তারা। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসি ক্যামেরা ছিল না। এ কারণে ফুটেজও পাওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি জানার জন্য তদন্ত চলছে।