চবিসাসের নির্বাচন
সভাপতি ইমরান সম্পাদক মুন্না
চবি প্রতিনিধি
|
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মুনাওয়ার রিয়াজ মুন্না নির্বাচিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবির প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেছেন সংগঠনের উপদেষ্টা ও বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভ‚ইয়া। প্রক্টরের পক্ষে নির্বাচন পরিচালনা করেছেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম আর পর্যবেক্ষক হিসেবে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ। |