পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘জর্দার কৌটা (ছোট বোমা) দিয়ে বানিয়ে কারও বিরুদ্ধে বিজয়ী হওয়া যাবে না। তোমাদের জীবনের অনেক সুন্দর
ভবিষ্যৎ আছে। এখনও যারা (জঙ্গি) ভুল পথে আছো, ফিরে এসো। কারণ কখনই তোমরা বিজয়ী হবে না। তা না হলে বেঘোরে প্রাণ যাবে।’ বৃহস্পতিবার র্যাব ফোর্সেস আয়োজিত ‘নব দিগন্তের পথে’ শীর্ষক জঙ্গি আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
এ সময় আইজিপি আরও বলেন, হলি আর্টিজানে হামলার পর অনেক ক্ষমতাধর রাষ্ট্র আমাদের দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আমরা প্রশ্ন করেছি কোন ভিত্তি বা সূত্র থেকে তারা এমন কী পেল যে এমন নিষেধাজ্ঞা জারি করল। আমরা তথ্যসংক্রান্ত সহায়তা চেয়েছি, কিন্তু কেউ সহযোগিতা করেনি। অথচ আমরা কঠিন বাস্তবতা অনেক ভালোভাবেই মোকাবিলা করেছি। আইজিপি জঙ্গিদের উদ্দেশে বলেন, বারবার ‘ডিস্ট্রার্ব’ করলে বারবারই বিনাশ করা হবে। কোনোক্রমেই জঙ্গিবাদকে মাথা চাড়া দিতে দেব না। বর্তমানে জঙ্গিদের কেবল দাওয়াতি কার্যক্রমই বেশি চলছে। তারপরও সেদিকে আমাদের যথেষ্ট নজরদারি রয়েছে। যারা জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে তাদের স্বাভাবিক হতে সহযোগিতা করতে হবে। সমাজের আলেমদের জঙ্গিবাদবিরোধী আরও বেশি বেশি ভ‚মিকা পালন করতে হবে। ইসলামের সঠিক সুন্দর বাণী সবার কাছে পৌঁছাতে হবে।