দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং বিচারিক (নিম্ন) আদালতে মামলা পরিচালনা থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বিরত রাখতে সরকারের সিদ্ধান্তকে দুদকের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিতে আদালত এমন মন্তব্য করেন।
ত্রাণের টিন নিয়ে দুর্নীতির ঘটনায় দুদকের করা মামলা প্রত্যাহার সংক্রান্ত বিচারিক আদালতের আদেশ বাতিল
করে দেওয়া এক রায়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এমন পর্যবেক্ষণ দিয়েছেন। এর আগে গত ১০ ডিসেম্বর এই বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন।
পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ‘দুর্নীতির মামলা প্রত্যাহারের ক্ষমতা শুধুই দুদকের, সরকারের নয়।’ হাইকোর্ট বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন আইনের শিডিউলভুক্ত কোনো দুর্নীতির মামলা দেশের কোনো আদালত থেকে সরকার প্রত্যাহারের আবেদন করতে পারে না। এসব মামলা প্রত্যাহারে দুর্নীতি দমন কমিশনই অথরাইজড বডি (অনুমোদিত সংস্থা)।’ পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, ‘এটা হতে পারে যে, সরকার দুর্নীতির কোনো মামলা প্রত্যাহার করতে চাইলে অনুরোধ জানিয়ে বা ইচ্ছা প্রকাশ করে দুর্নীতি দমন কমিশনের কাছে অনুরোধ করতে পারবে। এক্ষেত্রে তখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে দুদক।’