আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইছাবাড়ী এলাকার আঞ্চলিক সড়কের পাশের একটি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোফাজ্জল হোসেন। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। নিহত মোফাজ্জল আশুলিয়ার কাইছাবাড়ী এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ভায়রা ভাই ওসমান গনি বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন মোফাজ্জল। সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই। পরে আশুলিয়া থানার পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। তার মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে।