অ্যাডিলেডে তারার মেলা
|
প্রথম ১৫ চার্টার্ড ফ্লাইটে অবতরণে তারার মেলা বসল অ্যাডিলেড এয়ারপোর্টে। একে একে দেখা মিলল সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা, নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালের মতো তারকাদের। ৮ ফেব্রæয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে এই ভ্রমণ টেনিস তারকাদের। বছরের প্রথম গ্র্যান্ড সøামের জন্য সব মিলে ১ হাজার ২০০ জনের মিলন মেলা বসবে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার শুরু হওয়া উইন্ডোর ৩৬ ঘণ্টার মধ্যে প্রত্যেককে বিশেষ ফ্লাইটে পৌঁছাতে হবে অ্যাডিলেডে, যাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। |