ফেডারেশন কাপটা হতাশায় কাটলেও প্রিমিয়ার লিগে শুরুটা জয় দিয়েই করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার দিনের একমাত্র ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে খেলেছে শেখ রাসেল। কিন্তু ম্যাচের শুরুতে কিন্তু পিছিয়ে পড়েছিল সাইফুল বারী টিটুর শিষ্যরাই। পঞ্চম মিনিটে ব্রাদার্সকে পেনাল্টি উপহার দেয় তারা, স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন সিও জোনাপিও (১-০)। তবে লিডটা বেশি সময় ধরে রাখতে পারেনি ব্রাদার্স। ত্রয়োদশ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে সমতা টানেন। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিয়ানকার্লো (২-১)। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচে ফেরার খুব বেশি চেষ্টা ব্রাদার্স শিবিরে দেখা যায়নি। আসলে শেখ রাসেলের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থেকেছে তারা। তবে একের পর এক সুযোগ তৈরি করেও এই অর্ধে গোলের দেখা পায়নি শেখ রাসেল, তাই জয়ের ব্যবধানও বাড়েনি দলটির। তবে ইনজুরি সময়ে সুজনের দূরপাল্লার শট ক্রসবারে প্রতিহত না হলে এবং ফিরতি বলে জোনাপিওর হেড শেখ রাসেল গোলরক্ষক গøাভসবন্দি করতে না পারলে ম্যাচটা সমতায় শেষ করতে পারত ব্রাদার্স।