বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এ নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমানের ভোট সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া অন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহসভাপতি-১ পদে একেএম ফখরুল ইসলাম, সহসভাপতি-২ পান্না লাল দাস, যুগ্ম সম্পাদক-১ মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু), যুগ্ম সম্পাদক-২ মুমিনুর রহমান (টিটু), সমাজ বিষয়ক সম্পাদক আজিম উদ্দীন, সহসমাজ বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, লাইব্রেরি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল মুকিত অপি, প্রধান নির্বাচন কমিশনার আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার (২ জন) মইনুল হক ও মোহাম্মদ মঈনুল ইসলাম, সহসম্পাদক (৩ জন) কবির আহমদ, কাওসার আহমদ ও মোবারক হোসাইন।
সমিতির কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্যরা হলেনÑ আবদুল গফফার, ওবায়দুর রহমান, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), কল্যাণ চৌধুরী, রাজ উদ্দিন, আব্দুল মান্নান চৌধুরী, এএসএম আব্দুল গফুর, লুৎফা বেগম চৌধুরী, জসিম উদ্দিন আহমদ, এমইএম ইকবালুর রহমান, আবু মোহাম্মদ আসাদ।