ক্রীড়া প্রতিবেদক
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে লাভেলো আইসক্রিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে হতে যাওয়া সিরিজটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১ প্রেজেন্টট বাই লাভেলো আইসক্রিম, পাওয়ার্ড বাই ওয়ালটন’।
সিরিজকে সামনে রেখে শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ বিজিবি ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক দাতো, ইঞ্জিনিয়ার মো. একরামুল হক আর ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালন উদয় হাকিম।