নিজস্ব প্রতিবেদক চাঁদপুর
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকীতে আজ দুপুরে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (এইচইডি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার জানান, সেনাবাহিনী প্রধান দুপুরে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশুকল্যাণ কেন্দ্র সম্পর্কে ব্রিফিং, ফলক উন্মোচন, হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ করবেন।