কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এম মনসুর আলীর নাতি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শহীদ এম মনসুর আলীর মতো দেশপ্রেমিক হতে রাজনৈতিক ব্যক্তিদের আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আওয়ামী নেতাকর্মীরা।