গাইবান্ধায় র্যাব-পুলিশের ২ মামলা, গ্রেফতার ৫
গাইবান্ধা প্রতিনিধি
|
![]() উল্লেখ্য, গত শনিবার (১৬ জানুয়ারি) গাইবান্ধা পৌরসভার নির্বাচন শেষে পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন-শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ খালেদের বাড়ি ও মটরসাইকেলসহ এলাকার কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন দেয়া হয় এবং ম্যাজিষ্ট্রেটের একটি গাড়ি ভাংচুর করা হয়। আইন-শৃংখলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
|