ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

সিলেট বিভাগে দাপট আওয়ামী লীগের, কুল রক্ষা বিএনপির
প্রকাশ: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ১১:১১ পিএম আপডেট: ১৭.০১.২০২১ ১১:৪২ পিএম  (ভিজিট : ১৪১)
সিলেট বিভাগের সাতটি পৌরসভায় শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেয়র পদে দাপট দেখিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই। এ নির্বাচনে ৭টির মধ্যে ৪টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীরা। অন্যদিকে বিএনপি মনোনীত ২ প্রার্থী জয় পেয়েছে। আর একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পৌরসভাগুলো হচ্ছেÑ সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, হবিগঞ্জের নবীগঞ্জ এবং মাধবপুর।
এসব পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র মিলিয়ে ২৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে সুনামগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ছাতকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী। জগন্নাথপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। কুলাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হন। হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর চেয়ে ৮ গুণ বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক।
নবীগঞ্জ পৌরসভায় টানা দ্বিতীয় মেয়াদে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরী।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close