ভারতে করোনার ভ্যাকসিন নেওয়ার পর হাসপাতালকর্মীর মৃত্যু
সময়ের আলো অনলাইন
|
![]() বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে ওই ব্যাক্তির মৃত্যু টিকা নেওয়ার সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করেছেন জেলা চিফ মেডিকেল অফিসার। মুরাদাবাদের চিফ মেডিকেল অফিসার এমসি গার্গ বলেন, মহিপাল শনিবার বিকালে টিকা নিয়েছিলেন। পরদিন রোববার তিনি শ্বাসকষ্ট অনুভব করেছিলেন এবং বুকের ভেতরে কফ জমার অভিযোগ করেছিলেন। অন্যদিকে মৃতের ছেলে ভিশাল গণমাধ্যমকে বলেন , টিকা নেওয়ার পর তার বাবার খারাপ লাগা শুরু হয়। ভিশাল আরও বলেন, ভ্যাকসিন সেন্টার থেকে ফিরে তার বাবা ( মহিপাল) শ্বাসকষ্টে ভুগছিলেন এবং তার খুব কাশি হচ্ছিল। প্রসঙ্গত, এর আগে ভারতে বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন নেওয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল) ১০ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে দীপক মরাবি নামে ভোপালের ৪২ বছর বয়সী এক স্বেচ্ছাসেবকের। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতে করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে গত শনিবার। প্রথম দিন দেশটিতে প্রায় ২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়। পরদিন টিকা গ্রহণকারীদের মধ্যে একজনের মৃত্যুর খবর এলো। |