সিলেটে লন্ডন থেকে আসা আরও ৯৯ জন কোয়ারেন্টিনে
সিলেট ব্যুরো
|
![]() সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে সময়ের আলোকে জানান, সিলেটে আসা যাত্রীদের মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষার পর চার দিনের জন্য হোটেল কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। সোমবার যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে করে সিলেটে আসেন ৯৯ প্রবাসী। এরমধ্যে ৬৭জন লন্ডন ফেরত প্রবাসী সিলেটের। সিলেটের যাত্রীদের নামিয়ে ৩৩ জনের যাত্রী নিয়ে ঢাকায় যায় বিমান। ওই ফ্লাইটে লন্ডনফেরত ৩২জনের সঙ্গে আরও ১জন ইনসেট যাত্রী ছিলেন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহাকরি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান সময়ের আলোকে বলেন, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার আদেশে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি আরও বলেন, কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। চার দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে।
|