মাদকের বিরুদ্ধে ঐক্যের ডাক
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
|
![]() রোববার রাতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। ডাসার থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি হাসানুজ্জামান বলেন, সাংবাদিক-পুলিশসহ আমাদের সবাইকে মাদকসহ সব ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে অতি দ্রুত সমাজ পরিবর্তন সম্ভব হবে। তিনি বলেন, আমি ডাসার থানায় যোগদান করেই বেশকিছু জনসেবামূলক কাজ হাতে নিয়েছি। যেমন- বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংসহ নানা ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান চালাব। আমি চেষ্টা করব ডাসার থানাকে শতভাগ অপরাধমুক্ত রাখতে। তিনি আরও বলেন, অবৈধ কোনো কাজকে সহ্য করা হবে না। সব অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি সুন্দর একটি সমাজে উপহার দিতে চাই। এ জন্য জীবন বাজি রেখে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই। নিরাপদ থানা হিসেবে ডাসারকে এগিয়ে নিতে চাই। |