ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিনেট থেকে কমলা হ্যারিসের পদত্যাগ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ১১:১৮ পিএম  (ভিজিট : ১৫৩)
সময়ের আলো ডেস্ক : সিনেট থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার দুই দিন আগে সোমবার তিনি পদত্যাগ করেন। আল-জাজিরা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম। তিনি জানান, কমলা হ্যারিসের মেয়াদে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আলেকস প্যাডিলা। তিনিই হবেন ক্যালিফোর্নিয়ায় প্রথম লাতিন সিনেটর। ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে প্রথমবার সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর হন কমলা। দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কমলা। তবে ডেমোক্র্যাট দল জো বাইডেনকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়।









সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close