ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘আমাদের উদ্ধারের কাজ বন্ধ করবেন না’ খনিগর্ভ থেকে শ্রমিকদের আকুতি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ১১:২৭ এএম আপডেট: ১৯.০১.২০২১ ১১:৩৫ এএম  (ভিজিট : ৩৪০)
‘আমাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করবেন না’ এটি চীনের একটি স্বর্ণের খনিতে আটকে পড়া শ্রমিকদের বাঁচার আকুতি। বিস্ফোরণের পর প্রায় ৬০০ মিটার গভীরে থাকা শ্রমিকদের নিয়ে উদ্ধারকর্মীরা বলছেন, তারা আটকে পড়া শ্রমিকের হাতে লেখা চিরকুট পেয়েছেন।

চীনা গণমাধ্যম সূত্রে জানা গেছে, উদ্ধারকমীরা একটি সরু পাইপের সাহায্যে শ্রমিকদের এই দলটির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা প্রথমে পাইপের ভেতরে রশি পাঠানোর পর অনুভব করেন ভেতর থেকে এটি ধরে টানা হচ্ছে। এরপর তারা একই পথে খাবার, ওষুধ, কাগজ ও পেন্সিল ভেতরে পাঠান। ওই কাগজে শ্রমিকরা তাদের অবস্থানের কথা লিখে জানিয়েছেন। তারা আরো বেশি ওষুধ বিশেষ করে ব্যথা ও প্রদাহনাশক ওষুধ এবং ব্যান্ডেজ পাঠানোর আবেদন করেছেন। 

তারা আরও জানিয়েছে, তারা যেখানে অবস্থান করছেন সেখানকার পানির উচ্চতা অনেক বেশি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শানদুং প্রদেশের হুশান স্বর্ণের খতিতে বিস্ফোরণের পর মোট ২২ খনি শ্রমিক নিখোঁজ হন। এর মধ্যে ১২ জনের কাছ থেকে বার্তা পাওয়া গেছে। বাকি ১০ জনের খোঁজ মেলেনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close