ষ নিজস্ব প্রতিবেদক
ষাট দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকার পরেও ১৩ বছর ধরে ঢাকার অর্থ ঋণ আদালত-১-এ চলা একটি মামলার কার্যক্রম আগামী এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, অর্থ ঋণ আদালতের মামলাটি বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত। একটি রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। ঋণ পরিশোধের ব্যর্থতার কারণে ২০০৭ সালে ডেমরার গোলাম কিবরিয়ার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকার অর্থ ঋণ আদালত। কিন্তু সেই সম্পত্তি ক্রোক আদেশ থেকে মুক্ত ও নিজের আয়ত্তে নিতে ২০০৮ সালে দেওয়ানি বিবিধ আবেদন করেন গোলাম হায়দার নামে এক ব্যক্তি। অর্থ ঋণ আদালত আইনের ৩২ ধারার বিধান অনুসারে গোলাম হায়দারের আবেদনটি সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা।
অথচ প্রায় ১৩ বছরেও সে আবেদন নিষ্পত্তি হয়নি। ফলে অপরিচিত গোলাম হায়দারের আবেদনের কারণে বিগত ১৩ বছর ধরে কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন সত্তরোর্ধ্ব গোলাম কিবরিয়া। দীর্ঘদিনেও আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় ১৩ বছরের চড়া সুদের দায় নিজের ওপর আসার আশঙ্কায় আছেন বলে জানান গোলাম কিবরিয়া।