ষ নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ পলিথিন তৈরি করায় রাজধানীর চকবাজারে পাঁচ পলিথিন কারখানাকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ওইসব কারখানায় অভিযান চালানো হয়। র্যাব-১০ জানায়, পাঁচটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানগুলোকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৮ হাজার কেজি পলিথিন ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়।