ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৫ হাজারের বেশি
প্রকাশ: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১, ১১:৩২ এএম আপডেট: ২০.০১.২০২১ ১:৫৭ পিএম  (ভিজিট : ১৭১)
গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৬৩২ জন। এ রোগে মৃত্যু হয়েছে ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৯২২ জন।

বুধবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী এ কথা জানা যায়।

শুধু যুক্তরাষ্ট্রেই করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন এবং মৃত্যু হয়েছে চার লাখ ১১ হাজার ৪৮৬ জনের। 

ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৭৫৪ জন 

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এখন পর্যন্ত করোনায় ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১১ হাজার ৫১১ জনের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close