খেলা শুরু
সময়ের আলো অনলাইন
|
![]() এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮। জশুয়া ডি সিলভাকে ফিরিয়েছেন সেই মোস্তাফিজুর রহমান। ৮ রান নিয়ে ব্যাট করছেন ম্যাকার্থি এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন জেসন মোহাম্মদ। এর আগে, বৃষ্টি কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বন্ধ হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ। যখন ৩ ওভার ৩ তিন বল তখনই বৃষ্টি শুরু হয়। দ্রুত মাঠকর্মীরা ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট। এ সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫ রান। আউট হয়েছেন সুনিল অ্যামব্রিস। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা। বাংলাদেশের হয়ে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রথম উইকেট তুলে নেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান।
|