১২২ রানেই শেষ উইন্ডিজ, রাজসিক প্রত্যাবর্তন সাকিবের
সময়ের আলো অনলাইন
|
![]() আজ (২০ জানুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের দল। সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ তখনকার মতো বন্ধ থাকে। বৃষ্টি শেষে আবার খেলা শুরু হয়। ইতোমধ্যে উইন্ডিজ মোস্তাফিজের বলের আঘাতে একজনকে হারিয়েছে। খেলা শুরু হতেই দ্বিতীয় উইকেটের পতন হয় উইন্ডিজদের। এরপর শুধু টাইগারদের বলঝড়ে উইন্ডিজদের পতন আর পতন। সাকিল আল হাসনের রাজসিক প্রত্যাবর্তনে দিনে তিনি একাই তুলে নেন ৪ উইকেটস ৮ রান দিয়ে ৭.২ ওভারে। এদিকে অভিষিক্ত হাসান মাহমুদ মাত্র ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
|