ষ ক্রীড়া প্রতিবেদক
কয়েকদিন ধরেই জেঁকে বসেছে শীত, চারদিক কুয়াশাচ্ছন্ন। মাঘ মাসে এমনটা অস্বাভাবিক নয়। কিন্তু বৃষ্টি এসে যেভাবে বাগড়া দিল, সেটা অস্বাভাবিকই ঠেকল। অনাহুত এই বৃষ্টিতে মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে বন্ধ থাকল প্রায় এক ঘণ্টা।
সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘন কুয়াশার কারণে সেটা সেভাবে বোঝা যায়নি। বিষয়টা পরিষ্কার হয়ে গেল ম্যাচের চতুর্থ ওভারের মাঝপথে। নামল বৃষ্টি। ক্রিকেটাররা এক দৌড়ে চলে গেলেন ড্রেসিংরুমে। কাভারে ঢেকে দেওয়া হলো পিচ। মিনিট বিশেক পর কাভার যখন তুলে নেওয়ার তোড়জোড় চলছিল মাঠকর্মীদের মধ্যে, তখন আবার বৃষ্টি। সব মিলে ঘণ্টাখানেক বন্ধ থাকল খেলা। তাতেও অবশ্য ওভার কাটা যায়নি। তবে এমন স্যাঁতসেঁতে কন্ডিশনের সুবিধা দারুণভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশের বোলাররা। বৃষ্টির আগে ৩.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান করা ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির পর অলআউট হয়ে যায় ৩২.২ ওভারে, মাত্র ১২২ রান তুলে।