ষ ক্রীড়া প্রতিবেদক
করোনা আতঙ্কের মাঝেই মাঠে ফিরেছে দেশের ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেট খেলার পর এবার আন্তর্জাতিক ম্যাচের স্বাদও পেল খেলোয়াড়রা। সর্বোচ্চ সতর্কাবস্থানে থেকেই ক্রিকেটারদের মাঠে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তো ঘরোয়া আর আন্তর্জাতিক, কোনো ম্যাচ দেখতেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পায়নি ক্রিকেট ভক্তরা। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ফেব্রুয়ারিতে করোনা ভ্যাকসিন পাবেন তামিম ইকবালরা।
বাংলাদেশ সরকার স্থানীয় ওষুধ সরবরাহকারী বেক্সিমকো থেকে কোভিশিল্ড ভ্যাকসিন সংগ্রহ করবে, যা সেরা ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) থেকে তারা আমদানি করবে। যা জানুয়ারির শেষদিকে দেশে পৌঁছানোর কথা। সরকারের পরিকল্পনা অনুসারে, স্পোর্টস ফেডারেশন এবং সংস্থাগুলো কোভিশিল্ড আসার পরে দ্বিতীয় বা তৃতীয় মাসের মাথায় তাদের নিজ নিজ জাতীয় স্তরের অ্যাথলেটদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন পাবে। তবে বিসিবি দীর্ঘদিন অপেক্ষা করতে রাজি নয়।
বিসিবি বেক্সিমকো থেকে সরাসরি ভ্যাকসিন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেÑ এমনটা আগেই জানিয়েছিলেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যখনই দেশে ভ্যাকসিনগুলো ব্যক্তিগতভাবে বিক্রি করা হবে তখন আমরা তা দেরি না করেই কিনব। দেশের ক্রিকেটাররাও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছেন। তবে তারা ছাড়াও আরও অনেকে এই খেলার সঙ্গে জড়িত রয়েছে এবং তারা সরকারের কাছ থেকে পাবে বলে আশা করা যায় না। সুতরাং আমরা এটা কেনার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে আজ ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে ২০ লাখ করোনার ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছানোর কথা। বাংলাদেশ সরকার যে ভ্যাকসিন আমদানি করবে সেটা দেশে আসবে ২৫ জানুয়ারি। তাই বুধবার মিরপুরে পাপনকে পেয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কবে ভ্যাকসিন পাবে ক্রিকেটাররা। জবাবে বিসিবি সভাপতি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রাইভেট ভ্যাকসিন আনবে বোর্ড।
পাপনের ভাষ্য ছিল এমন, ‘আমি জানি ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে, সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন। আর যেটা নাকি সরকার কিনছে ওটা ৫০ লাখ আমার জানা মতে ২৫ তারিখে আসবে। আমরা এতটুকু জানি সরকারের যে ৫০ লাখ ওখান থেকে ক্রিকেটারদের জন্য একটা তো আছেই, পাশাপাশি প্রাইভেটে আমরা আনব। প্রাইভেটটা আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তখন আসলে আমাদের প্রথম প্রায়োরিটি ক্রিকেটে যারা আছে তারা অবশ্যই পাবে।’
তিনি আরও যোগ করেন, ‘যদি দেখি সরকার তার আগে আনে... আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে। যদি আনে ক্রিকেট প্লেয়ারদের না পাওয়ার কোনো কারণ নেই। এখন ওনারা কবে শিডিউলিং করেছেন এটা আমি জানি না। প্রাইভেটে যদি আসে আমার ধারণা ফার্স্ট প্রায়োরিটি পাবে ক্রিকেটাররা।’