করোনা টিকাদানে শিল্পী-সাহিত্যিকের অগ্রাধিকারের পক্ষে মম
সময়ের আলো অনলাইন
|
![]() বুধবার দিবাগত রাতে এক ফেইসবুক পোস্টে লেখেন, ৩৫ লক্ষ করোনা ভ্যাকসিন আসছে কাল বাংলাদেশে কিন্তু সরকারি সেই তালিকায় শিল্পী-সাহিত্যিকের অগ্রাধিকার নেই। প্লেটো ঠিক যে কারণে শিল্পী-কবিদের গণতন্ত্রের শাসন ব্যবস্থার বাইরে রাখবার কথা বলেছেন তা সঠিকভাবে আমরা না বুঝে তাদের রাষ্ট্রের বাইরেই বের করে দিয়েছি ... এখনো দিচ্ছি। অথচ, স্বাধীনতা সময়কালীন বা পরবর্তী বাস্তবতায় শিল্পী থেকেছেন অগ্রনায়ক। লেখায় হ্যাশট্যাগ হিসেবে যোগ করেন ‘নো ওফেন্স’।
|