টিকা প্রস্তুতকারক কোম্পানি ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সেরামের সিইও আদর পুনেওয়ালা টুইটারে জানিয়েছেন, ভবনের কয়েকটি ফ্লোর ধ্বংস হয়ে গেছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনে প্রথম আগুন লাগে। এখানে বিসিজি টিকা তৈরি হয়। সংবাদমাধ্যমটি বলছে, করোনার টিকা অন্য ভবনে তৈরি হচ্ছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ভবনটির পাশের বিল্ডিংয়ে ওই টিকা প্রস্তুত করা হচ্ছিল।
পুনের মেয়রকে উদ্ধৃত করে দেশটির বেসরকারি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর কর্মকর্তারা চারজনকে জীবিত উদ্ধার করেন। এ সময় ভবনের ভেতর পাঁচজনের লাশ পাওয়া যায়।
এর আগে, আগুনের খবর ছড়িয়ে পড়তেই আদর পুনেওয়ালা টুইটারে প্রথমে জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে নিজেই আরেকটি টুইটে বলেন, ‘আমরা এই মুহূর্তে কিছু কষ্টের আপডেট পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কয়েক জন মারা গেছেন।’
প্রসঙ্গত, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে প্রস্তুতকৃত অক্সফোর্ডের ২০ লাখ টিকা ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। সরকারের সূত্র জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।