৫০ বছর ধরে মসজিদে কোরআনের গিলাফ সরবরাহ হাজী ফেরাজউদ্দিনের
আব্দুর রাজ্জাক
|
সদালাপী ও অত্যন্ত সুমিষ্টভাষী মানুষ হাজী ফেরাজউদ্দিন। বর্তমানে তার বয়স ৮২ বছর। মানুষের সেবা করাই তার ধর্ম। বিনিময়ে তিনি কারও নিকট প্রতিদানস্বরূপ কিছুই গ্রহণ করেন না। দীর্ঘ ৫০ বছর ধরে একাধারে তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় নিজ খরচে পবিত্র কোরআন শরিফের গিলাফ এবং টয়লেটে ঢিলা-কুলুখ সরবরাহ করে আসছেন। হাজী ফেরাজউদ্দিন চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের চকমুশা গ্রামের মৃত নঈমদ্দীনের বড় ছেলে। তিনি দোকান থেকে কাপড় ক্রয় করে নিজ খরচে দর্জি দিয়ে পবিত্র কোরআন শরিফের গিলাফ তৈরি করে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হিলি, বিরল, বীরগঞ্জ, দিনাজপুর সদর, নীলফামারীর সৈয়দপুরসহ বিভিন্ন উপজেলার মসজিদ-মাদ্রাসায় নিজেই পৌঁছে দেন। প্রচারবিমুখ এই সাদা মনের মানুষটি বিগত ২০০১, ২০০৫ এবং ২০১২ সালে হজ পালন করেছেন। তার রয়েছে নিজ হাতে গড়া এক একর জমিতে লিচুর বাগান। এ লিচু বাগানের অর্জিত আয় থেকে তিনি সংসারের নির্দিষ্ট চাহিদা মিটিয়ে বাকি অর্থ দিয়ে পবিত্র কোরআন শরিফের গিলাফ এবং টয়লেটে ঢিলা-কুলুখ সরবরাহ করে আসছেন। অবশ্য শুরুতে তিনি মাটির ঢিলা-কুলপ নিজ হাতে তৈরি করে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় পৌঁছে দিতেন। |