ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চার জেলায় সড়কে শিশুসহ চারজনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১১:২১ পিএম আপডেট: ২১.০১.২০২১ ১১:৩৮ পিএম  (ভিজিট : ১৩৩)
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। ল²ীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন, কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় এক শিশু, ফেনীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরেক শিশু ও জামালপুরে ট্রেনের ধাক্কায় এক রিকশা আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
ল²ীপুর : বৃহস্পতিবার বিকালে ল²ীপুর-রামগতি সড়কের সদর উপজেলার মিয়ার বেড়ি এলাকায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হন সিএনজিচালকসহ আরও পাঁচজন। নিহত বাদশা মিয়া রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের শিক্ষা গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। আহতরা হলেনÑ সিএনজিচালক আজাদ, যাত্রী বেলাল, শাহাদাত, মোবারক ও জুয়েল। এদের মধ্যে সিএনজিচালক আজাদ ও বেলালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ল²ীপুর সদর হাসপাতালের চিকিৎসক।
কিশোরগঞ্জ : জেলার ভৈরবে বৃহস্পতিবার দুপুর ১টায় আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে অটোরিকশার চাপায় মো. মুরসালিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার আগানগর গ্রামের মো. মুসা মিয়ার ছেলে। ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ আসে তা হলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
ফেনী : জেলার সোনাগাজী-কাশ্মিরবাজার সড়কের মালে বাড়ির সামনে বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী-কাশ্মিরবাজার সড়কের মালে বাড়ির সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী মম নিহত হয়। নিহত শিশু সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাÐব বাড়ির জসিম উদ্দিনের কন্যা। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর : জেলার ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় বৃহস্পতিবার দুপুরে এক রিকশা আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৫০)। জয়নাল জামালপুর জেনারেল হাসপাতালে ডেপুটেশেনে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর পৌর শহরের চামড়া গুদাম এলাকার খলিলুর রহমানের ছেলে। জামালপুর রেলওয়ে স্টেশনের ওসি মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, দুর্ঘটনায় রিকশার আরোহী নিহত ও রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close