জুডিসিয়াল সার্ভিস চতুর্থ ব্যাচের কমিটি গঠন
আদালত প্রতিবেদক
|
![]() উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, উপ-সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব, উপ-সচিব (বাজেট) শেখ হুমায়ূন কবির, উপ-সচিব (প্রশাসন-২) এস মোহাম্মদ আলী ও উপ-সচিব (মতামত) একেএম ইমদাদুল হকসহ সিনিয়র সহকারী সচিব পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ইনস্টিটিউটের পরিচালক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ মুজাহিদ উল ইসলামসহ বিজেএস ৪র্থ ব্যাচের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) ৪র্থ ব্যাচের জন্য এস এম মাসুদ পারভেজ, সিনিয়র সহকারী সচিব (আইন সচিবের একান্ত সচিব)-কে আহবায়ক এবং মোহাম্মদ বদিউজ্জামান (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়নগঞ্জ)-কে সদস্য-সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাসান মোঃ আরিফুর রহমান (গবেষণা কর্মকর্তা, আইন কমিশন), মাহবুব সোবহানী (সংযুক্ত কর্মকর্তা, A2I প্রজেক্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়), আলমগীর হোসাইন (বিচারক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঢাকা), মোর্শেদ আল মামুন (মেট্রোপলিটোন ম্যাজিস্ট্রেট, ঢাকা), ওয়াসিম শেখ (স্পেশাল মেট্রোপলিটন ম্যাস্ট্রিটেট, ডেসকো, ঢাকা), মোঃ আমিরুল ইসলাম (যুগ্ম মহানগর দায়রা জজ, ঢাকা), কাজী মুশফিক মাহবুব রবিন (যুগ্ম জেলা জজ, ঢাকা), মোঃ জিয়াউর রহমান (উপ-পরিচালক, দুদক), নাহিদ নিয়াজী (সহাকারী পরিচালক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট)। এছাড়াও বিভাগীয় পর্যায়ের সমন্বয়ক হিসেবে কাজ করার জন্য মনোনীত করা হয়েছে, মোঃ তোফাজ্জল হোসেন (অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা)-ঢাকা বিভাগ, লায়লা শারমিন (যুগ্ম জেলা জজ, ময়মনসিংহ)-ময়মনসিংহ বিভাগ, মোঃ খালিদ হাসান খান (যুগ্ম জেলা জজ, খুলনা)-খুলনা বিভাগ, মোঃ সাদেকীন হাবীব বাপ্পী (যুগ্ম জেলা জজ, রাজশাহী)-রাজশাহী বিভাগ, আহসান হাবীব (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট)-রংপুর বিভাগ, আবু সালেম মোঃ নোমান (যুগ্ম জেলা জজ, চট্টগ্রাম)-চট্টগ্রাম বিভাগ, মোহাম্মদ মিল্লাত হোসেন (যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট)-সিলেট বিভাগ এবং শামীম আহমেদ (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল)-বরিশাল বিভাগ।
|