সাকিব-সোস্তাফিজদের বলের মুখে উইন্ডিজের ব্যাটে ধস
সময়ের আলো অনলাইন
|
![]() এরপর ডি সিলভাকে বোল্ড করেন মিরাজ। পরের ওভারেই অ্যান্ড্রি ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। এরপর কাইল মায়ার্সও টিকতে পারেননি। ফিরে গেছেন রান আউটের শিকার হয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে ক্যারিবীয় একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার শেমার হোল্ডারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জর্ন ওটলি। এই রিপোর্ট লেখা সময় ক্যারিবীয়রা ৮ উইকেট হারিয়ে ১১১ রান করেছে ৩৪ ওভার ৫ বলে। |