চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিতে নৌকায় ভোট দিন : সুজন
|
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম নগরবাসীর মহা-উৎসবের দিন। এদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে তাকে অবশ্যই জয়যুক্ত করতে হবে। কেননা শেখ হাসিনা চট্টগ্রামের স্বার্থকে গুরুত্ব দিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলছেন। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আসন্ন চসিক নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন প্রশাসক সুজন। খোরশেদ আলম সুজন বলেন, প্রশাসক পদে থাকায় নির্বাচনি আচরণবিধির বাধ্যবাধকতার কারণে চসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নিতে পারছি না। তবে অন্তর থেকে উপলব্ধি করি মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী বিজয়ী হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। তিনি আরও বলেন, আমার মেয়াদকাল ৬ ফেব্রæয়ারি পর্যন্ত। শেষ দিনটি পর্যন্ত আমি অর্পিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আগামী পূর্ণিমা রাতে লালদীঘি মাঠে রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হবে। এতে গান, কবিতাসহ নানা আয়োজনের ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি। |