জুয়ার আসর থেকে ২৬ জুয়াড়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
|
ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৬ জুয়াড়ি গ্রেফতার করেছে র্যাব। তারা হলোÑ জামাল (৩২), গোকুল সরকার (৫৫), ওমর ফারুক (২৫), মো. জিকু (৩১), আনোয়ার মোল্লা (৫১), হাকিম (৪৭) ও মতিউর রহমান (৫৫), রফিকুল ইসলাম (৬২), গোলাম মোস্তফা (৬৭), কাজী আব্দুল মালেক (৭২), শহিদুর রহমান (৫৫), কামাল (৩৯), জাকির সিকদার (২৬), আল আমীন (২৫), সুমন হাওলাদার (২৫), ইউসূফ শিকদার (৫২), হালিম মাতবর (৩৯), ইয়ার আলী (৪২), সোহেল হাওলাদার (২৮), অহিদ খান (৩২), তপন মিয়া (৩৮), ওয়াজকুরুনী ইসলাম (২০), মিঠু মিয়া (২৫), জহিরুল ইসলাম (২২), হাবিব চৌকিদার (২৫), লিটন আলী (১৮)। এ সময় তাদের কাছ থেকে ৬৭৬ পিস জুয়া খেলার কার্ড, ৩০টি মোবাইল, একটি ট্যাব, একটি বেডশিট, ৮৮ হাজার ২৫৪ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। |