আশুলিয়ায় আবারও চালককে হত্যা করে রিকশা ছিনতাই
আশুলিয়া প্রতিনিধি
|
আশুলিয়ায় একটি নির্জন এলাকা থেকে শাহিন উদ্দিন (২৬) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িআড়ার মোড়ের পাশের নির্জন স্থান থেকে শাহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। শাহিন পাবনার বেড়া উপজেলার চরনাগদাহ গ্রামের মৃত হারুন বেপারির ছেলে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন। পুলিশ জানায়, শুক্রবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। |