টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে
ভারতীয় কিশোরের মৃত্যুতে তদন্তে কমিটি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
|
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে এক ভারতীয় কিশোর নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বৃহস্পতিবার রাতেই এ কমিটি গঠন করেন গাজীপুরের জেলা প্রশাসক। কমিটির অপর দুই সদস্য হলেনÑ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোর রিজ উদ্দিনের (১৭) মৃত্যু হয়। সে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে বলে জানা গেছে। মাদকের মামলায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে আটক ছিল ওই কিশোর। |