ফের হলিউডে দীপিকা
আনন্দ সময় ডেস্ক
|
ফের হলিউডে দীপিকা পাড়–কোন! হলিউডের এজেন্সি ইসিএমের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন দীপিকা। ওয়েব সিরিজ ‘স্কিট ক্রিক’ তারকা ইউজিন লেভি থেকে শুরু করে ‘ওয়াচম্যান’ তারকা রেজিনা কিং, ‘কুইন’ সিরিজের অলিভিয়া কোলম্যানসহ হলিউডের বহু তারকা ইসিএম এজেন্সির মাধ্যমেই উঠে এসেছেন। ২০১৭ সালের ভিন ডিজেলের ‘এক্সএক্সএক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে দেখা গেছে দীপিকাকে। এরপরে তিনি আর কোনো হলিউডের ছবিতে কাজ করেননি। তবে হলিউডের এজেন্সি ইসিএম দীপিকাকে সই করানোর পরই ফের তার হলিউডের পথে পা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এর আগে দীপিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কোন ছবি ভারতীয় বা আন্তর্জাতিক তা দেখে আমি মূল্যায়ন করি না, আমার কাছে সিনেমা একটি মাধ্যম, যেখানে আমি নিজেকে প্রকাশ করতে পারি। ছবির বিষয় দেখেই আমি ঠিক করি তাতে কাজ করব কি না। সেটা কোনো মার্কিন মুলুকের ছবি হতে পারে আবার পৃথিবীর অন্য কোনো প্রান্তেরও হতে পারে। আমি রিটার্ন অব জেন্ডার কেজ করেছিলাম কারণ, ওই ছবিতে আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ ছিল।’ প্রসঙ্গত, দীপিকা এ মুহূর্তে পরিচালক শকুন বাত্রার একটি ছবিতে কাজ করছেন। ওই ছবিতে দীপিকা ছাড়াও দেখা যাবে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীকে। পাশাপাশি শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতেও দেখা যাবে দীপিকাকে। |