লাইফ সাপোর্টে চিত্রগ্রাহক রাহুল সরকার
আনন্দ সময় প্রতিবেদক
|
ব্রেন স্ট্রোক ও কিডনি সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন চিত্রগ্রাহক রাহুল সরকার। তার অসুস্থতার খবর নির্মাতা সোহেল রানা বয়াতি নিশ্চিত করে সবার কাছে রাহুলের জন্য দোয়া চেয়েছেন। সোহেলসহ বেশ কয়েকজন সার্বক্ষণিক রাহুলের পাশে থেকে তার দেখাশোনা করছেন। চিকিৎসকদের বরাত দিয়ে সোহেল জানান, রাহুলের অবস্থা গুরুতর। অবস্থা এতটাই জটিল যে তিনি বেঁচে ফিরতেও পারেন আবার নাও ফিরতে পারেন। তবে বেঁচে ফিরলেও স্বাভাবিকভাবে চলতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসক। সহকর্মীদের সহায়তায় আপাতত চলছে তার চিকিৎসা। সহকর্মীরা রাহুলের জন্য সবার কাছে সুস্থতার দোয়া চেয়েছেন। এদিকে অভিনেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য উর্মিলা শ্রাবন্তী করের সহায়তায় ইউনিভার্সেল হাসপাতালে রাহুলের চিকিৎসা খরচে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে সহকর্মীরা। রাহুল সরকার এই সময়ের তরুণ চিত্রগ্রাহকদের একজন। খ্যাতিমান চিত্রগ্রাহক বিশ^জিৎ দত্তের সঙ্গে দীর্ঘদিন চিত্রগ্রহণ সহকারী হিসেবে কাজ করেছেন। চিত্রগ্রাহক হিসেবে সম্প্রতি তিনি মিউজিক ভিডিও, নাটক, ডকুমেন্টারি, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করছেন। দ্য নিউ নরমাল, নির্ভীক চোখ, রক্তচরিত, রিফিউজি, বেচারা নাটকগুলো তার চিত্রগ্রহণে নির্মিত। |