সিলেটে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ম্যারাথন
সিলেট ব্যুরো
|
বিভিন্ন বয়সের হাজারও মানুষের অংশগ্রহণে শুক্রবার সিলেটে সম্পন্ন হয়েছে হাফ ম্যারাথন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এই হাফ ম্যারাথনের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সিলেট রানার্স কমিউনিটি। ‘র্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১’ নামে এই প্রতিযোগিতা নগরের কিনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রতিযোগিতার শুরুতে অংশ নেওয়া সব প্রতিযোগীকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শপথপাঠ করান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। এ সময় খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ হয়ে শরীর ও মনকে সুস্থ রেখে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। |