ধর্ষণের শিকার ছাত্রী অন্তঃসত্ত¡া থানায় মামলা
বরিশাল সংবাদদাতা
|
বরিশালের গৌরনদীতে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৫) ৬ মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়েছে। উপজেলার বার্থী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার রাতে বাপ্পি মাঝি (২২) নামের এক যুবককে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, ওই মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের মৃত খসরু মাঝির ছেলে বাপ্পি মাঝি। এক পর্যায়ে বাপ্পির সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস আগে বাপ্পি মাঝি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে। ৫ জানুয়ারি ওই ছাত্রীর পেটে ব্যথা শুরু হলে বাপ্পির মা ঝরনা বেগম ও ভুক্তভোগীর খালা ছাত্রীকে একটি ক্লিনিকে নিয়ে গেলে জানা যায় সে অন্তঃসত্ত¡া। এরপর থেকে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে অভিযুক্ত বাপ্পী। মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। |