ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নীলফামারী প্রতিনিধি
|
৬৮৫ পিস ইয়াবাসহ মো. শাহীন আলম কাওসার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী র্যাব-১৩-এর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানাধীন বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ১ হাজার ৮০০ জব্দ করা হয়। নীলফামারী র্যাব-১৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. মুন্না বিশ^াস জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার নামে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়। |