পারিবারিক কলহের জেরে ভাতিজার টেঁটার আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চাচা। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা গেছে, হাসাইল বাজারের জাকিরের কাপড়ের দোকানের সামনে চাচা মুকবুল শেখের ওপর টেঁটা দিয়ে হামলা চালায় ভাতিজা সোহান শেখ। মকবুল মুখে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। মুকবুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহান পালিয়ে যায়। আহত মুকবুল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী দোকানদার জাকির হোসেন বলেন, সকালে আমার দোকানের সামনে দিয়ে মুকবুল যাচ্ছিল। এ সময় তার ভাতিজা সোহান একটি বাঁশ দিয়ে পিটিয়ে মকবুলকে রাস্তায় ফেলে দেয়। পরে মার মুখে টেঁটা বিঁধে দেয়। আমরা দৌড়ে সেখানে যেতেই সোহান পালিয়ে যায়। অভিযুক্ত সোহান হাসাইল গ্রামের সোবহান শেখের ছেলে।
অভিযুক্ত সোহান শেখ বলেন, বৃহস্পতিবার আমার বাবাকে মুকবুল শেখ মারতে যায়। যেহেতু আমার চাচা হয়ে আমার বাবাকে মুকবুল শেখ মারতে পারে তাই আমিও ভাতিজা হয়ে চাচাকে মারতে গেছি। কিন্তু আমি টেঁটা দিয়ে মারিনি। আমার হাতে একটি বাঁশ ছিল সেই বাঁশ দিয়েই তাকে আঘাত করি।
টঙ্গিবাড়ী থানার ওসি হারুন আর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।