রাজধানীতে করোনার টিকাদান শুরু ২৮ জানুয়ারি
সারা দেশে ৮ ফেব্রুয়ারি
সময়ের আলো অনলাইন
|
![]() শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। স্বাস্থ্য সচিব বলেন, ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আবদুল মান্নান আরও বলেন, (সেখানে) ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু হবে। |