ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গুরুতর অসদাচরণের অভিযোগ
খুবিতে এক শিক্ষক বরখাস্ত দুজনকে অপসারণ
প্রকাশ: রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১, ১০:২০ পিএম আপডেট: ২৩.০১.২০২১ ১১:৪৯ পিএম  (ভিজিট : ৭৫)
খুলনা বিশ^বিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে অপসারণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়া বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের ২১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই তিন শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। জানা গেছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েও তিন শিক্ষক তাদের কৃতকর্মের জন্য ক্ষমা বা দুঃখপ্রকাশ না করায় এবং অবাধ্যতা, গুরুতর অসদাচরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনবিরোধী কার্যক্রম ছাড়াও একাধিক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের ২১১তম সভার সিদ্ধান্তে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।নিয়মানুযায়ী রেজিস্ট্রার স্বাক্ষরিত তাদের স্ব-স্ব নামে পাঠানো এক অফিস আদেশে কেন তাদেরকে বরখাস্ত এবং অপসারণ করা হবে না মর্মে আত্মপক্ষ সমর্থনের জন্য পত্র দেওয়া হয়। অভিযুক্ত তিনজন নির্ধারিত ২১ জানুয়ারি দুপুরের মধ্যে ওই পত্রের জবাব প্রদান করেন। তবে বিশ^স্ত সূত্রে জানা গেছে যে, ওই তিন শিক্ষক জবাব দিলেও তারা কোনো রকম দুঃখ বা ক্ষমা প্রকাশ করেননি। শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১২তম সভায়, পূর্ববর্তী ২১১তম সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং তিন শিক্ষকের দেওয়া আত্মপক্ষ সমর্থনের জবাব নিয়ে দীর্ঘ পর্যালোচনা করা হয়। শেষে সিন্ডিকেট একজনকে বরখাস্ত এবং অপর দুজনকে অপসারণের সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেয়।
এ বিষয়ে জানতে ওই তিন শিক্ষককে মোবাইল ফোনে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close