ষ ক্রীড়া ডেস্ক
পিএসজির হয়ে নেইমারের শততম ম্যাচ স্মরণীয় হয়েই থাকল। শনিবার মাইলফলক স্পর্শের রাতে ব্রাজিলিয়ান তারকা নিজে গোল পেয়েছেন, কিলিয়ান এমবাপে করলেন দুটো এবং স্কোরশিটে নাম তুলেন মাউরো ইকার্দি। তাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মপলিয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানের সহজ জয়ে ফরাসি লিগ ওয়ানে শীর্ষে উঠেছে পিএসজি। ২১ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪৫।
ম্যাচের ১৯ মিনিটে ১০ জনের পরিণত হওয়া মপেলিয়ের বিপক্ষে ১৬০ সেকেন্ডের ঝড়ে বড় জয় পায় পিএসজি। ৬০ মিনিটে জাল খুঁজে নেন নেইমার। পরের মিনিটে ইকার্দির স্ট্রাইক। ৬৩ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে। ফরাসিদের বিশ^কাপ জেতানোর মহানায়কের বদৌলতেই প্রথমার্ধের ৩৪ মিনিটে প্রথম লিড পেয়েছিল মাউরিসিও পচেত্তিনোর দল।
একই দিনে বুন্দেসলিগায় ৬ গোলের ম্যাচে জয়ের হাসি হেসেছে বরুসিয়া ম’গ্লাডবাখ। বরুসিয়া পার্কে তারা ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। প্রথমার্ধে দুর্দান্ত লড়াই উপহার দেয় দুই দল। একাদশ মিনিটে এলভেডির গোলে স্বাগতিকদের লিড কেড়ে নেন আর্লিং হালান্ড, ২২ মিনিটে। এর ৬ মিনিট পরই অতিথিদের এগিয়ে নেন তিনি। কিন্তু দুই দল সমতায় থেকে বিরতিতে যায় এলভেডির দ্বিতীয় গোলে।
দ্বিতীয়ার্ধে আর পেরে উঠেনি ডর্টমুন্ড। বেনসেবাইনি এবং থুরামের স্ট্রাইকে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ১৮ ম্যাচে ৩১ পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে ম’গ্লাডবাখ এবং সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে তাদের পরে অবস্থান ডর্টমুন্ডের।