বাইডেনের সামনে যেসব চ্যালেঞ্জ
|
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ি প্রেসিডেন্টের অনেক নীতিতে পরিবর্তন আনবেন। এরপরও বেশ কিছু চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। বিশেষ করে অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনা। গত বসন্তে ধসে পড়ার অর্থনীতি এখন কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এর মূল কারণ অবশ্য ট্রিলিয়ন ডলারের ফেডারেল সহায়তার কারণে এটি সম্ভব হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে অগ্রগতি বেশ কিছুটা শ্লথ হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ আসার পরই এই অবস্থা তৈরি হয়েছে। আর এই আঘাতে যখন কর্মজীবীরা চাকরি হারাতে শুরু করে তখনই এই মন্দাভাব মোড় নেয়। এ অবস্থায় অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনাই এখন বাইডেনের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে সাহায্য করা নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নতুন চ্যালেঞ্জ। ইতোমধ্যে প্রায় চার লাখ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের জন্য ১৫ বিলিয়ন ডলার সরকারি অনুমোদনের কথা বলা হয়েছে। এ ছাড়াও পরিবহন খাতকে চাঙ্গা করা ও কর ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়টি এখন নতুন প্রেসিডেন্টের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |