আনন্দ সময় ডেস্ক
উত্তরাঞ্চলের দেরাদুন শহরে শুটিংয়ে ব্যস্ত ঋতুপর্ণা। বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার কবীর লাল রয়েছেন পরিচালনায়। ‘তাল’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘হমারে দিল আপকে পাস হ্যায়’, ‘পরদেশ’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। বাংলায় রিভেঞ্জ থ্রিলারের মুখ্য চরিত্রে ঋতুপর্ণার সঙ্গে বেছে নিয়েছেন শন বন্দ্যোপাধ্যায়কে। বাংলার সঙ্গেই মারাঠি, তেলেগু এবং কন্নড় ভাষায় হবে ছবিটি। ঋতুপর্ণা বলেন, একটি অন্ধ মেয়ের গল্প নিয়ে ছবি। তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। স্প্যানিশ ছবি ‘জুলিয়াজ আইস’-এর রিমেক বলা যেতে পারে ছবিকে। পরিচালকের কাজ করার ধরনে মুগ্ধ অভিনেত্রী। সিনেমাটোগ্রাফার হওয়ার ছাপ তার পরিচালনাতেও পড়েছে বলে মনে করেন তিনি। জানালেন, অনেক সময় নিয়ে নিখুঁতভাবে শুট করেন কবীর। ঋতুপর্ণার কণ্ঠে একরাশ মুগ্ধতা, হমারে দিল আপকে পাস হ্যায় ছবিতে কী সুন্দর লাগছিল কাজলকে। কবীর ওর হিরোইনদের পর্দায় খুব সুন্দরভাবে দেখায় এই ছবির সুবাদেই বড়পর্দায় শনের হাতেখড়ি। সেই সুযোগও এসেছে ঋতুপর্ণার মাধ্যমে। শনের নাম পরিচালককে তিনিই প্রথম বলেছিলেন। ঋতুপর্ণার কথায়, শন খুব ভালো কাজ করে। আমি মনে করি ওর আরেকটু এক্সপোজার পাওয়া দরকার। আমি তাই কবীরজিকে ওর নাম বলেছিলাম। প্রথম সুইজারল্যান্ডে শুটিংয়ের কথা হলেও করোনা অতিমারির জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর দেরাদুনকে বেছে নিয়েছিলেন পরিচালক। ছবিতে শুধু ‘লোকেশন’ হিসেবে নয়, বরং একটি চরিত্রের মতো করেই থাকবে উত্তরাখণ্ডের এই শহরটি। বর্তমানে সেখানেই দিন কাটছে ঋতুপর্ণার। একটানা শুটিংয়ের ব্যস্ততা আর ভালো বেকারির সন্ধানে প্রথম পাহাড়-জঙ্গলের শহরকে চিনছেন অভিনেত্রী। শিগগিরই সেখানে এসে পৌঁছবেন শন।