সময়ের আলো ডেস্ক
কাশ্মির সীমান্তে আরও একটি সুড়ঙ্গে সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বাহিনীটির মুখপাত্রের দাবি, সুড়ঙ্গটি পাকিস্তান নির্মাণ করেছে। সন্ত্রাসীদের ভারত শাসিত কাশ্মিরে প্রবেশ করাতে এটি ব্যবহার করা হতো বলে দাবি তাদের। এ নিয়ে গত দশ দিনের মধ্যে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ সীমান্ত কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে প্রায়ই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। ভারতের দাবি কাশ্মিরে সন্ত্রাস উসকে দেওয়ার কাজে এসব সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন গোষ্ঠী। তবে পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। শনিবার ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মুখপাত্র জানান, কাশ্মিরের হিরানগগর সেক্টরে সুড়ঙ্গবিরোধী অভিযানের সময় বাহিনীর সদস্যরা নতুন একটি সুড়ঙ্গের সন্ধান পায়।