ষ সময়ের আলো ডেস্ক
সোমালিয়ায় উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেসের (উইপিডিএফ) অভিযানে কমপক্ষে আল-শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়েছে। উইপিডিএফ শুক্রবার ওই সেনা অভিযানের কথা জানিয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল ডিও আকিকি জানান, আফ্রিকান ইইনিয়ন মিশন ইন সোমালিয়ার (এএমআইএসওএম) আওতায় উইপিডিএফের একটি কন্টিজেন্ট অভিযান চালিয়ে আল-শাবাবের ওই সদস্যদের এক দিনে হত্যা করে। সোমালিয়ার রাজধানী মুগাদিসু থেকে ৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম সিগালেতে উগান্ডার সামরিক বাহিনী ওই অভিযান চালায়। উইপিডিএফ গত ১০ বছর ধরে সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে কাজ করছে। আনাদোলু।